ePaper

সাইবার হামলার আতঙ্কে সাময়িক ভাবে বন্ধ এনআইডি সার্ভার

সাইবার হামলার আতঙ্কে সাময়িক ভাবে বন্ধ এনআইডি সার্ভার
জাতীয়

বুধবার ১৬ আগস্ট সকাল খেকে বন্ধ রয়েছে এনআইডি সার্ভার।এতে বিঘ্নিত হচ্ছে দৈনন্দিন কার্য়ক্রম।

সোমবার ১৪ আগস্ট সন্ধ্যায় ইসির সার্ভার গুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে মঙ্গলবার১৫ আগস্ট সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারন কর্মকর্তারা ঢুকতে পারেননি।দেশের ২০ কোটি নাগরিকের তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।কিন্তু এখন পর্যন্ত বিকল্প সংরক্ষন ব্যবস্থা নেই।জাতীয় তথ্য ভান্ডার ঝুকির মধ্যে রয়েছে বলে মনে করেন সংশ্লিস্ট কর্মকর্তারা।

এদিকে ভারতিয় হ্যাকারদের কবলে দেশের ২৫ টি সরকারী বে সরকারী প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে ভুমি উন্নয়ন করের ওয়েব সাইড । হ্যাকারদের কবল থেকে বাচতে বন্ধ করে দেওয়া হয়েছে এনআইডি সার্ভার।